• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

আফিফের কাছে কেন ক্ষমা চাইলেন আফ্রিদি? 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২১, ০৭:৩০ পিএম
আফিফের কাছে কেন ক্ষমা চাইলেন আফ্রিদি? 

ঘরের মাঠে টানা সিরিজ জিততে থাকা বাংলাদেশ খেই হারিয়ে ফেলেছে। এক ম্যাচ হাতে রেখে পাকিস্তানের কাছে সিরিজ হেরেছে তারা। সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এই ম্যাচে শুরুতে দুই উইকেট হারানোর পর দলের হাল ধরেন আফিফ। ম্যাচে এমন এক কান্ড ঘটিয়েছেন শাহিন শাহ আফ্রিদি, যার কারণে ক্ষমা চেয়েছেন টাইগার ব্যাটার আফিফের কাছে। 

প্রথম ম্যাচে আফ্রিদিকে বিশ্রাম দিয়েছিল পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে ফিরে নিজের প্রথম ওভারে ওপেনার সাইফ হাসানকে সাজঘরে পাঠান তিনি। কিন্তু নিজের দ্বিতীয় ওভারে বাংলাদেশি তরুণ অলরাউন্ডার আফিফের কাছে ছ্ক্কা খেয়ে মেজাজ হারান তিনি। 

আফ্রিদির তৃতীয় ওভারে লেগ স্টাম্পের ওপর থাকা বলকে ফ্লিক শটে দুর্দান্ত ছক্কা মারেন আফিফ। পরের বলটি আফিফ সমীহ করে ছেড়ে দেন। আফিফের ডিফেন্সে বল ব্যাটে লেগে বোলার শাহিনের কাছেই ফিরে যায়। 

আর নিজের বলে ফিল্ডিং করে ঘুরে দাঁড়িয়ে আফিফের প্রান্তে সজোরে থ্রো করেন শাহিন আফ্রিদি। সেই থ্রো গিয়ে লাগে আফিফের পায়ের পেছন দিকে। ব্যথায় তখনই ক্রিজে পড়ে যান আফিফ। ওই মুহূর্তে পাক ফিল্ডাররা দৌঁড়ে আসেন। বোলার আফ্রিদি ঠিক তখনই হাত উঁচিয়ে ক্ষমা চান। 

ব্যাটারদের ব্যর্থতায় এই ম্যাচে মাত্র ১০৮ রান করতে পারে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ১১ বল হাতে রেখেই ৮ উইকেটের সহজ জয় নিয়ে সিরিজ জয় নিশ্চিত করে পাকিস্তান। 

Link copied!